ঈদে আসছে সালমান খানের ‘সিকান্দার’, বয়সের ব্যবধান নিয়ে মন্তব্য ভাইজানের

 

Salman Khan's Sikandar
ছবিঃ এক্স থেকে। 'সিকান্দার' -এ সালমান খান।

এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এতে তার নায়িকা হয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ৫৯ বছর বয়সী সালমানের সঙ্গে ২৮ বছর বয়সী রাশমিকার জুটি নিয়ে মুক্তির আগেই আলোচনায়  এসেছে সিনেমাটি। 

রোববার (২৪ মার্চ) মুম্বাইয়ে ‘সিকান্দার’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সিনেমার কলাকুশলীরা। এ সময় বয়সের ব্যবধান নিয়ে ট্রলের প্রসঙ্গ নিজেই টেনে আনেন সালমান।

তিনি বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। কিন্তু যদি নায়িকার এতে কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা, ভাই?’

Salman Khan's 'Sikander' trailer launch
ছবিঃ এএফপি । ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সালমান খান ও রাশমিকা। 

এমনকি মজার ছলে তিনি আরও বলেন, ‘যখন রাশমিকার বিয়ে হবে এবং তার মেয়ে হবে, তখন আমি ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।’ সালমানের কথায় লজ্জায় মুখ লুকান রাশমিকা।

এদিকে, প্রকাশিত ‘সিকান্দার’-এর ট্রেলার দর্শকদের ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। এতে সালমানকে ‘লার্জার দ্যান লাইফ’ রূপে দেখা গেছে। সিনেমাটি মূলত মুম্বাইয়ের এক অপরাধী চক্রকে ধ্বংস করার গল্প নিয়ে তৈরি হয়েছে, যেখানে থাকছে দারুণ অ্যাকশন ও থ্রিল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url