ঈদে মঞ্চে আসছে ‘তুম্বা ও প্রতিবেশী’

 

'Tumba and Protibeshi' coming to the stage
ছবিঃ বাঙলা থিয়েটার। মামুনুর রশীদের ‘তুম্বা ও প্রতিবেশী’।

এই ঈদে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘তুম্বা ও প্রতিবেশী’ নাটক, যেখানে উঠে আসবে এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকুরের গল্প। নাটকটি ঈদের দিন, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন মিরপুর-১১-এর ঋদ্ধি গ্যালারিতে মঞ্চস্থ হবে। বাংলা থিয়েটার প্রযোজিত এই নাটকটি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন এবং অভিনয় করেছেন মামুনুর রশীদ

মিরপুরের দর্শকদের জন্য বিশেষ আয়োজন

গতকাল (রোববার) প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুর রশীদ জানান, মিরপুরে তেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। সেই কারণেই তিনি মিরপুরের দর্শকদের কাছে নাটকটি নিয়ে যেতে চান। এ উদ্দেশ্যেই এই এলাকার মঞ্চে নাটকটির প্রদর্শন।

গল্পের মূল বিষয়বস্তু

নাটকের কাহিনিতে দেখা যাবে, রাহাত চৌধুরী নামের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি ও তার প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর ‘তুম্বা’-এর সম্পর্ক ঘিরে এগিয়ে যায় গল্প। প্রথমদিকে তাদের সম্পর্কটি শত্রুতাপূর্ণ থাকলেও, ধীরে ধীরে তা বন্ধুত্বে রূপ নেয়। তবে এই বন্ধুত্বের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্য দিতে হয়—এমনকি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। এক সময় তার একমাত্র সঙ্গী হয়ে থাকে তুম্বা। কিন্তু একটি ঘটনা তাকে আরও নিঃসঙ্গ করে তোলে।

নাটকের অন্যান্য কলাকুশলী

  • সহযোগী নির্দেশক: শামীমা শওকত

  • মঞ্চ পরিকল্পনা: হাশিম মাসুদ

  • আলোক পরিকল্পনা: ঠান্ডু রায়হান

  • সংগীত পরিকল্পনা: মুক্তনীল

  • সংগীত প্রক্ষেপণ: সৌরভ রায়

  • পোশাক পরিকল্পনা: সালমা খান

  • নেপথ্য কণ্ঠ: আরিফ হোসেন

  • প্রকাশনা ডিজাইন: অপু মেহেদী

টিকিট বিক্রি শুরু

ইতোমধ্যেই বাংলা থিয়েটার নাটকের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছেই অবস্থিত ঋদ্ধি গ্যালারি। ঢাকার যেকোনো প্রান্ত থেকে দর্শকরা সহজেই এখানে আসতে পারবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url