অভিনেত্রী শবনম ফারিয়ার আপত্তিকর মন্তব্যকারী চাকরিচ্যুত
![]() |
অভিনেত্রী শবনম ফারিয়ার ফেইসবুক থেকে |
১৮ মার্চ অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান নামের এক ব্যক্তি। পরবর্তী সময়ে শবনম ফারিয়া ওই মন্তব্যের স্ক্রিনশটসহ রাকিবুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পরদিনই রাকিবুলের কর্মস্থল, একটি বেসরকারি প্রতিষ্ঠান, জানায় যে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
আজ সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে শবনম ফারিয়া জানিয়েছেন, উক্ত প্রতিষ্ঠান রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে। অভিনেত্রী আরও জানান, প্রতিষ্ঠানটি ই-মেইলের মাধ্যমে তাঁকে বিষয়টি নিশ্চিত করেছে। নিজের পোস্টে তিনি সেই ই-মেইলটিও শেয়ার করেছেন।
ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তাঁরা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’
তিনি আরও বলেন, সহিংসতা কেবল শারীরিক নয়, এটি হতে পারে অনলাইনে হয়রানি, রাস্তায় ভীতি প্রদর্শন বা অন্য যেকোনো ধরনের মানসিক নির্যাতন। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।
শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে অনেকেই তাঁর পাশে দাঁড়ান এবং পোস্টটি শেয়ার করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আজ সন্ধ্যায় দেওয়া পোস্টে অভিনেত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিযুক্ত রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
তিনি মনে করেন, এভাবেই সমাজে পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে সবাইকে অনলাইনে ও অফলাইনে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।