নিবন্ধন পেল ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’ — প্রতীক ‘রকেট’
আদালতের নির্দেশে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-কে নিবন্ধন দিয়েছে। দলটি পেয়েছে নিবন্ধন নম্বর ৫৫ এবং প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে ‘রকেট’।
গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের হাতে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সুকৃতি কুমার মণ্ডল জানান, “২০১৮ সালে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। বাছাই তালিকায় থাকলেও সেবার নিবন্ধন পাইনি। আমরা তখন প্রতিবাদ জানিয়েছিলাম। এবার অবশেষে কাঙ্ক্ষিত সনদ পেয়েছি। এটি আমাদের বহু বছরের স্বপ্ন পূরণের মুহূর্ত। প্রায় তিন কোটি সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চাই আমরা।”
দলটির আত্মপ্রকাশ ঘটে ২০১৭ সালে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য আবেদন করলেও তারা বাছাই পর্ব অতিক্রম করতে পারেনি। এরপর দলটি আদালতের শরণাপন্ন হয়। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট ইসিকে বিএমজেপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।
গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইতোমধ্যে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫০টি। শুরুতে ৫৫টি দল নিবন্ধন পেলেও, শর্ত পূরণে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা–এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে রাজনৈতিক দল নিবন্ধনের প্রথা চালু হয়।