আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫: রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

রাষ্ট্রীয়ভাবে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদ্‌যাপন এবং আত্মনিয়ন্ত্রণাধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়।


সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

বাংলাদেশ আদিবাসী ফোরামের দাবিগুলো

আদিবাসী ফোরাম জানায়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং এর জন্য সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা করতে হবে। সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।

এ ছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে বিকৃত, খণ্ডিত বা মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে এবং এই ধরনের কর্মকাণ্ডে জড়িত গণমাধ্যম বা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানানো হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর সব ধরনের নিপীড়ন–নির্যাতন বন্ধ ও সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে গৃহীত ‘আদিবাসীবিষয়ক ঘোষণাপত্র’ এবং আইএলও কনভেনশন ১৬৯ অনুসমর্থন ও আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়নের দাবি তোলে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বরা

আলোচনায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশী কবির এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url