ডেঙ্গুতে নতুন মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন

 

Dengue

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

এ সময়ের মধ্যে ৫ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১,৬৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,৭৮৪ জন। এদের মধ্যে ৬২.২% পুরুষ এবং ৩৭.৮% নারী।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জন মারা গেছেন।

এর আগে, ২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন মোট ৩,২১,১৭৯ জন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url